রাবিতে এক শিক্ষকের হাতে আরেক শিক্ষক লাঞ্ছিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১:৩৩

শেয়ার করুনঃ
রাবিতে এক শিক্ষকের হাতে আরেক শিক্ষক লাঞ্ছিত

রাজশাহী বিশ্বব্যিালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আরেক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগী অধ্যাপক মু. আলী আসগরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অপরদিকে, অভিযোগ অস্বীকার করে  অসুস্থতার কারণে আসগর আলী মাথা ঘুরে পড়ে যান বলে দাবি করেছেন অভিযুক্ত একই বিভাগের অধ্যাপক খাইরুল ইসলাম।

অধ্যাপক আলী আসগর বলেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খাইরুল ইসলাম। আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আর কি হয়েছে আমি আর জানি না। পরে আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা নেই। 

তিনি আরো বলেন, শিক্ষক নিয়োগের বিরুদ্ধে মামলা করার জন্যই আমার ওপর হামলা করেছে। এর আগেও আমাকে হুমকি দিয়েছিলো যাতে আমি মামলা তুলে নেই। মামলা তুলে না নেওয়ায় আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। আজকে সেই সুযোগ পেয়েই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

অভিযোগ অস্বীকার করে বিভাগের অধ্যাপক খাইরুল ইসলাম বলেন, আমাদের নতুন শিক্ষক জয়েন করেছে। তাদের জন্য একাউন্ট খোলার জন্য ফাইল প্রোসেস করা হচ্ছিল। ফাইল প্রোসেস শেষে হিসাব রক্ষক বাইরে যেয়ে কিছুক্ষণ পর এসে দেখেন ফাইলটি যথাস্থানে নেই। উপস্থিত পিয়নকে জিগ্যেস করলে তিনি বলেন আসগর স্যার ফাইলটি নিয়ে গেছেন। তিনি সে ফাইলগুলো ফটোকপি করছিলেন। পরে তার কাছ থেকে ফাইলটি চাইলে তিনি মাথা ঘুরে পড়ে যান। সম্ভবত মামলায় হেরে যাওয়ার পর তিনি প্রেশারের কারণে এমনটি হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

ঘটনাস্থলে থাকা নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক রেজভী আহমেদ ভ‚ঁইয়া।বলেন, তিনি সভাপতির স্বাক্ষরিত সেসব কাগজ ফটোকপি করছিলেন। পারসনাল কাগজ ফটোকপি করে নেয়া অফিসিয়াল নর্মসের মধ্যে পড়ে না। সেসময় তার প্রেসার ওঠে হয়তো তিনি পড়ে গেছেন। পরে তাকে মেডিকেলে নেয়া হয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

এবিষয়ে বিভাগের এক অফিস সহকারী বলেন, আমরা কয়েকজন বাইরে ছিলাম। হঠাৎ ধুপ করে একটি শব্দ শুনতে পাই। তৎক্ষণাৎ রুমে গিয়ে দেখি আসগর স্যার মাটিতে পরে আছেন। সেসময় রুমে খায়রুল স্যারও ছিলেন। কিন্তু মারামারি কিংবা ধাক্কাধাক্কির কোন ঘটনা দেখিনি।

এদিকে একইদিন বিকেলে অধ্যাপক আলী আসগরের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যাদি হাইজ্যাকের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছে নতুন নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষক। শামসুন নাহার, মুখতার হোসাইন ও রেজভী আহমেদ ভ‚ঁইয়া। ভবিষ্যতে তথ্য পাচার করে ক্ষতি করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ক্রপ সায়েন্স বিভাগে নতুন নীতিমালা নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর ২১ আগস্ট হাইকোর্টে রিট করেন মু. আলী আসগর। রিটের ভিত্তিতে নিয়োগ বাতিল করে গত ২৮ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পুনঃনিয়োগের আদেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি সহকারী শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশনা, সতর্কতা জারি

সরকারি সহকারী শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশনা, সতর্কতা জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দকে অবিলম্বে কাজে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মবিরতি ও পরীক্ষাবর্জনের মতো শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন কর্মবিরতি শুরু করে এবং

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, স্থগিত বার্ষিক পরীক্ষা

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, স্থগিত বার্ষিক পরীক্ষা

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি। ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের (পিএসডিপি) ঘোষিত কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পিএসডিপির আহ্বায়ক আবুল কাসেম মোহাম্মদ শামছুদ্দীনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকালও আগের মতোই

সাত কলেজের ঐতিহ্য রক্ষায় শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

সাত কলেজের ঐতিহ্য রক্ষায় শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে নিউমার্কেট–মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ সংশ্লিষ্ট সাত সরকারি কলেজের শত বছরের

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন জুয়াডা ২০২৫–২৭ নির্বাচন, সভাপতি নিপু:সম্পাদক জাকারিয়া

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন জুয়াডা ২০২৫–২৭ নির্বাচন, সভাপতি নিপু:সম্পাদক জাকারিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং ডিপার্টমেন্ট (৯৩–৯৪ ব্যাচ) অ্যাসোসিয়েশন—জুয়াডা’র ২০২৫–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ রেইনি রুফ টপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ব্যাচের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনস্থলে এসে এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলা তৈরি করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আখলাখ আহম্মেদ। কমিশনে সদস্য সচিব ছিলেন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন, নিরাপদে শিক্ষার্থীরা

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন, নিরাপদে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, যমুনা ভবনের পেছনের এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে ছুটে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে সরাসরি ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয়েছে। আগুনের