ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এর নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসাবে নিয়োগ প্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক মোঃ ইয়াসিন আলী গত ২০ নভেম্বর মৃত্যুবরণ করায় উক্ত পদ শূন্য হয়। পরে নতুন করে উক্ত পদে পরিচালক হিসাবে উপাচার্য এ নিয়োগ দান করেন।
সদ্য নিয়োগ প্রাপ্ত পরিচালক আগামী ১ বছরের জন্য ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।একই সাথে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।