প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১৩:১৫

রাষ্ট্রীয় শোকের আবহে বরিশালে সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিকভাবে ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। তবে উৎসব না থাকলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
