
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ১৬:২৪

আজ রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু। শেষ হবে ২৪ নভেম্বর। আজ রবিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার সারা দেশে মোট সাত হাজার ৪৭০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন নিচ্ছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র এবং ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী রয়েছে।
গত বছরের তুলনায় প্রাথমিক ও ইবতেদায়িতে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন। এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ৩০ মিনিট সময়।
সমাপনী পরীক্ষা সুষ্টু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। রোববার (১৭ নবেম্বর) সমাপনীয় পরীক্ষার প্রথমদিন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

ইনিউজ ৭১/এম.আর