
প্রকাশ: ৮ নভেম্বর ২০১৯, ৪:৫৩

ঘুর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের শনিবারের (৯ নভেম্বর) জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের ছোবল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিরাপদ স্থানে রাখার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। সব সরঞ্জাম নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। একাধিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যন ও পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার জেএসসি ও জেডিসির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব