
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ৪:৩৭

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএর প্রথম বর্ষে ভর্তি শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীরা অাগামী ১৮ নভেম্বর পর্যন্ত ১ম অাহ্বানে ভর্তির সুযোগ পাচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভার কার্যবিবরণীতে এসমস্ত তথ্য পাওয়া যায়।
প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সনদ ও কাগজপত্র জমা দেয়া যাবে। তবে শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে ১২টা এবং দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সনদ ও কাগজপত্র জমা দেয়া যাবে।

মেধা তালিকা অনুযায়ী ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে সিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা ফি এবং ২১ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে মনোনীত বিভাগে সনদ ও কাগজপত্র জমা দিতে হবে। তৃতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ভর্তি ফি এবং ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে মনোনীত বিভাগে সনদ ও কাগজপত্র জমা দিতে হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd এ পাওয়া যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব