
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টায় এ ইউনিটের প্রথম গ্রুপের পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সকালে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন। পরীক্ষা পরিদর্শন শেষে এক মন্তব্যে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে স¤পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে। ভর্তি পরীক্ষায় অসদুপায়রোধে আগাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারসহ প্রয়োজনীয় তৎপরতার কারণে পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ।
প্রসঙ্গত এবার হেল্প ডেস্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে। এছাড়া দেশের প্রত্যন্ত অ ল থেকে আসা মহিলা অভিভাবক যাদের এখানে রাত্রিযাপনের ব্যবস্থা নেই তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ছাত্রী জিমনেশিয়ামে অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারও নিশ্চিত করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরুর আগের দিন নিরাপত্তা ব্যবস্থাসহ সামগ্রিক বিষয় সরেজমিনে প্রত্যক্ষ করতে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ আবাসিক হলসমূহ ও ছাত্রী জিমনেশিয়াম পরিদর্শন করেন। তিনি সেখানে কয়েকজন অভিভাবক ও ভর্তিচ্ছুর সাথেও কথা বলেন।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই একাডেমিক ভবনগুলোতে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেন। তবে ভবনগুলোতে অভিভাবকদেরকে প্রবেশ করতে দেয়া হয় নি। সকাল ৯ টায় প্রথম গ্রুপের পরীক্ষা শুরু হয়ে ১০ টা ৪৫ এ শেষ হয়। এরপর বেলা ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত একই ইউনিটের দ্বিতীয় গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত বি ইউনিটের গ্রুপ-১ এবং বি ইউনিটের গ্রুপ-২ নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থী সুবিধার্থে পরীক্ষার্থীদের সহায়তার জন্য ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। সহকারী প্রক্টরগণ এসব হেল্পডেস্কে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদেরকে পথ নির্দেশনা বাতলে দিচ্ছেন। শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে মহিলাদের জন্য ও কাজী নজরুল ইসলাম মিলনাতয়নে মহিলা-পুরুষ অভিভাবকদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে খাবারের দোকানগুলোতে মূল্যতালিকা অনুযায়ী দাম নেয়া হচ্ছে কী না প্রক্টরিয়াল বডি তা দেখছেন। তবে ক্যাম্পাসে কেউ কোনো ধরনের বুথ, স্টল কিংবা ডেস্ক স্থাপন করতে পারবে না নির্দেশ দেয়া হলেও তা অমান্য করে স্টল বসিয়েছে শিক্ষার্থীদের কিছু সংগঠন।
প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ফটোকপি ও কম্পিউটারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যাতায়াতের জন্য বিনোদপুর ও কাজলা গেইট দিয়ে যানবাহন প্রবেশ করে প্রধান ফটক দিয়ে বের হতে বলা হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ সোমবার শুরু হয়েছে। এদিন ইউনিট-অ, গ্রুপ-১ ও ইউনিট-অ, গ্রুপ-২ (কলা, চারুকলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বিভাগসমূহ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট); ইউনিট-ই, গ্রুপ-১ (বাণিজ্য) ও ইউনিট-ই, গ্রুপ-২ (অ-বাণিজ্য) (বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহ ও আইবিএ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার ইউনিট-ঈ (বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি এবং প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব