
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ৪:৫৫

আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ১৯ আসামিকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। কিন্তু আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার চান। একই দাবি করে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার সেই দাবিতে এখনও বুয়েটে আন্দোলন করছেন। শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। আবরার হত্যার ৩০ ঘণ্টা পর ক্যাম্পাসে আসার কারণে বৈঠকের শুরুতেই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব