
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০:৫১

স্বজনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের সামনে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সংগঠনটির কর্মীরা আবাসিক হলগুলোর সামনে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবার বিকালে রোকেয়া হল, তাপসী রাবেয়া হল এবং রহমতুন্নেসা হলের সামনে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় স্বজনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের বুথে বেশ কিছু শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষার জন্য ভীড় জমিয়েছে। কিছু স্বজনকর্মী রক্তের গ্রুপ নির্ণয় করতেছে এবং কেউ কেউ পাশে থেকে ব্লাড গ্রুপিং শিখে নিচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব