রাবিতে ১৬ দিনের হল বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩১শে জুলাই ২০১৯ ০৮:৫৯ অপরাহ্ন
রাবিতে ১৬ দিনের হল বন্ধের সুপারিশ

ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের কাছে ১৬ দিনের হল বন্ধের সুপারিশ করেছে হল প্রাধ্যক্ষ পরিষদ। বুধবার বিকেল প্রাধ্যক্ষ পরিষদের মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সাবিনা সুলতানা।

তিনি বলেন, ‘৮ তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টায় শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে এবং ২৪ তারিখ শনিবার সকাল ১০ টায় খুলে দেয়া হবে। বুধবার দুপুরে প্রাধ্যক্ষ পরিষদের মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমাদের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বৃহস্পতিবার জানানো হবে। তাঁরা নিজেরা বসে আলোচনা করে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৭ তারিখ বুধবার থেকে ২২ তারিখ বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অফিসসমূহ ৮ থেকে ২২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ২৩ ও ২৪ তারিখ সাপ্তহিক ছুটি হওয়ায় ২৫ তারিখ রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব