
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১২:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রণয়ন করে দ্রুত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসারদের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
