
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১১:৫৩

রাজধানীর পল্টন এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা গোষ্ঠীবদ্ধভাবে রাস্তায় নামে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘোষণার পর গণভোটের দাবিতে এটি দলটির অন্যতম বৃহৎ মিছিল হিসেবে বিবেচিত হচ্ছে।
