গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল

গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ পাঁচ সাংবাদিকের এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে স্মরণসভা অনুষ্ঠিত হয়।


জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে ও নিবার্হী সদস্য রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভা।


এ সময় শহীদ সাংবাদিকদের স্মরণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদস্য মাসুদ হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফজলে রাব্বী,  সুজন এর নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, কথা সাহিত্যিক রবিউল করিম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রমূখ।


স্মরণসভায় উপস্থিত ছিলেন সংগঠণের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা ছিল। আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে পাঁচ সাংবাদিক শহীদ হন। শোকাতুর এসব পরিবার ধুঁকছে নানা সংকটে। প্রিয়জন হারানো এসব পরিবারের পাশে সাধ্যমত যে যার পর্যায় থেকে দাঁড়ানো উচিত। এ যাবৎ যত সাংবাদিক পেশাগত কাজের কারনে হত্যার স্বীকার হয়েছে সকল হত্যার সুষ্ঠ বিচার করারও দাবি জানানো স্মরণসভা থেকে।


স্মরণসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র- জনতার স্মরণে দোয়া পাঠ করেন সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজু।


উল্লেখ্য, জুলাই-আগষ্ট আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর চালানো গুলিতে পাঁচ সাংবাদিক প্রাণ হারায়। পুলিশের গুলিতে ১৮ জুলাই হাসান মেহেদী নামের এক সাংবাদিক নিহত হন। তিনি ঢাকা টাইমস নামের একটি নিউজ পোর্টালে কর্মরত ছিলেন। ঢাকার যাত্রাবাড়িতে খবর সংগ্রহের সময় তিনি গুলিবিদ্ধ হন। একই দিনে ভোরের আওয়াজ নামের একটি দৈনিক সংবাদপত্রের প্রতিবেদক শাকিল হোসাইন নিহত হন। ওই দিন দৈনিক নয়াদিগন্তের সিলেটে প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ তুরাব নামের আরেক সাংবাদিক পুলিশের গুলিতে প্রাণ হারান। ২ আগস্ট তাহির জামান প্রিয়ো নামের আরেক ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক গুলিবিদ্ধ হন। এর দুই দিন পর ৫ আগস্ট সিরাজগঞ্জে দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক প্রাণ হারান। নিহত সাংবাদিকের সকলেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।