পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে। এ কমিটি বাতিলের দাবিতে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে এই কর্মসূচি পালিত হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লুইস বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। এবার তিনি কাউকে না জানিয়ে গোপনে এডহক কমিটি গঠন করেছেন এবং নিজের ঘনিষ্ঠ ব্যক্তি জসিম উদ্দিনকে সভাপতি মনোনীত করেছেন। বক্তারা এই কমিটিকে অবৈধ উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান এবং নিয়মতান্ত্রিকভাবে বৈধ কমিটি গঠনের আহ্বান জানান।
প্রধান বক্তা নজরুল ইসলাম মুন্সি বলেন, “কলেজে বসে আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত সভাপতি প্রার্থী ছিল। কিন্তু অধ্যক্ষ সেই প্রার্থীকে উপেক্ষা করে নিজের পছন্দের ব্যক্তিকে গোপনে সভাপতি করেছেন। এ কারণেই এই আন্দোলন।”
অন্যদিকে, অভিযুক্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকারি বিধি মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি এবং তা অনুমোদিত হয়েছে। যেহেতু নজরুল মুন্সির প্রার্থী সভাপতি হতে পারেনি, তাই এই ক্ষোভ সৃষ্টি হয়েছে।” তিনি দাবি করেন, জেলা প্রশাসক ও ইউএনওসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে অবগত।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।