
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের ফলাফলে ইন্সুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজম্যান্ট বিষয়ে গণহারে ফেল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ২১৫ পরীক্ষার্থীর মধ্যে গড়ে সবাই একই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, খাতার অবমূল্যায়ন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামখেয়ালির জন্যই বার বার এমন ভুলে ভরা ফলাফল প্রকাশ করা হচ্ছে। এদিকে প্রকাশের পরপরই সমালোচনার মুখে ওয়েবসাইট থেকে ফলাফল সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব