সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর এক মুদি দোকানীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।নিহত ব্যক্তির নাম রইচ উদ্দিন (৬৫)। পেশায় তিনি একজন মুদি দোকানী ছিলেন।মৃত রইচ উদ্দিন শাহজাদপুরের কাংলাকান্দা নতুনপাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, রইস উদ্দিন নিত্যদিনের মতই গত ৩ নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান মুদির দোকানে যান। কিন্তু রাত্রে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তার সন্ধান পাননি, তবে খোঁজা খুঁজি অব্যহত থাকে।
এরই এক পর্যায়ে গত ১৮ নভেম্বর তাহেজ উদ্দিন নামের এক ব্যক্তি নলুয়া ভিটা নামক স্থানে মৃত রইস উদ্দিনের দোকানের পাশে খালের পাড়ে বন কাটতে গিয়ে খালে অর্ধ গলিত লাশ দেখতে পান। তিনি মৃত রইচ উদ্দিনের পরিবারকে খবর দিলে তার পরিবার শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ খালের ভেতর থেকে রইস উদ্দিন এর অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। পরে রইস উদ্দিন এর পরিবারের সদস্যরা হাতের আঙ্গুল দেখে রইস উদ্দিনকে সনাক্ত করেন। উল্লেখ্য রইস উদ্দিন এর প্রত্যেকটা হাতে ছয়টা করে আঙ্গুল ছিল। তা দেখে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহত রইস উদ্দিন এর ছেলে দুলাল উদ্দিন এ বিষয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শাহজাদপুর থানার ওসি মোঃ আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।