'ভাসানী ছাড়া বাংলাদেশ কখনো সৃষ্টি হতো না'—বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৮:২৫ অপরাহ্ন
'ভাসানী ছাড়া বাংলাদেশ কখনো সৃষ্টি হতো না'—বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী


টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “যে মানুষটির (মওলানা ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। তিনি বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হত না, পাকিস্তান না হলে বাংলাদেশও কখনো সৃষ্টি হতো না। তাই, তার অবদান কোনভাবেই অস্বীকার করা যায় না। ভাসানীর প্রতি অনাদর দেখে তার খুব কষ্ট হয়, যা অত্যন্ত দুঃখজনক।”


এদিন, টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে যে মারাত্মক পরিবর্তন হয়েছে, তাতে অতীতকে অস্বীকার করে কোনো উন্নতি সম্ভব নয়। যারা অতীতকে ভুলে যেতে চান, তারা বাস্তবতা থেকে দূরে রয়েছেন।” 


বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “মানুষের জীবনের মান কমে গেছে। সাধারণ মানুষ বাজারে যেতে পারছে না, পরিবারে ঠিকভাবে খাবার দিতেও অক্ষম। কিন্তু মওলানা ভাসানীর মতো নেতা উপমহাদেশে খুব কম ছিল। তিনি ছিলেন জনগণের প্রকৃত বন্ধু এবং তার অবদান দেশবাসী কখনো ভুলবে না।”


তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশের শাসন চালাচ্ছেন, তাদের উচিত দেশের মানুষের কথা বিবেচনায় রেখে কাজ করা। ক্ষমতা কখনো স্থায়ী নয়। অতীতের নেতৃত্ব যেমন একদিন চলে গেছে, বর্তমান নেতৃত্বও একদিন চলে যাবে। তাই দেশবাসীর কথা মাথায় রেখে কাজ করুন।”


এছাড়া, বঙ্গবীর সিদ্দিকী গণতন্ত্রের প্রতি তার বিশ্বাস ব্যক্ত করে বলেন, “দেশের মানুষ ভোটাধিকার চায়। এই সরকারের জন্য শেখ হাসিনার পতনের মূল কারণ, তিনি জনগণের ভোটাধিকারকে সম্মান করেননি। দীর্ঘদিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হলে, শেষ পর্যন্ত সেই ক্ষমতাসীনদেরও ভালো পরিণতি হবে না।”


এই সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।