ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে ডিসেম্বর ২০২৩ ০৪:৪৭ অপরাহ্ন
ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

দীর্ঘ শীতকালীন অবকাশে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাস এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।


ঘোষণায় বলা হয়, সর্বসাধারণের অবগত করা যাচ্ছে যে ক্যাম্পাস ছুটিতে বন্ধকালীন বহিরাগত প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।


ক্যাম্পাসের প্রধান ফটক ছুটিকালীন বন্ধ থাকবে। বহিরাগতদের গাড়ী প্রবেশের ক্ষেত্রে আনসার সদস্যদের নিকট রক্ষিত খাতায় এন্ট্রি করে প্রবেশ করতে হবে।


নির্মাণ শ্রমিকেরা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দেওয়া তাদের গেট পাশ প্রদর্শনপূর্বক প্রবেশ করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্বক্ষণিক ভাবে তাদের নিজ নিজ আইডি কার্ড বহন করবেন।


এদিকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইবি। তবে খোলা থাকছে হল গুলো। গত ২০শে ডিসেম্বর প্রভোস্ট কাউন্সিলের ১২৬ তম জরুরি সভায় ১নং সিন্ধান্ত মোতাবেক এ ছুটিতে প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২ জন এবং দিনে ১ জন করে নিরাপত্তা প্রহরী প্রদানের লক্ষ্যে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রেরণ করেন।



এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শীতকালীন বন্ধ চলাকালীন ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।