সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। ১ জানুয়ারী সকাল ১০ টায় শিশুদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও বেলা ১১ টায় সপিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত ও আনন্দিত হতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর পর পরই চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েও একই ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।
পৃথক পৃথক ভাবে এই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ইউআরসি ইন্ট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, সাবিহা ইয়াছমিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, রিপোর্টার মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নি¤œ ও উচ্চ মাধ্যমিকসহ ৩০টি সমমানের দাখিল ২৪টি মাদরাসা এবং ১১২টি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষাধিক নতুন বই বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।