প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ১:২
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা -২০২১ বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাধ্যমিক শিক্ষকদের নিয়ে ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের জ্ঞান , দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এর মাধ্যমে একজন শিক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন করা হবে । মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, দেশ প্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই নতুন কারিকুলামের রূপকল্প।
উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন পটুয়াখালী সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচ এম মিজানুর রহমান।