চল্লিশোর্ধ ইউপি মেম্বার পেলেন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৮শে নভেম্বর ২০২২ ০৭:০৮ অপরাহ্ন
চল্লিশোর্ধ ইউপি মেম্বার পেলেন জিপিএ-৫

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এখন আলোচনায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আব্দুল মোমিন নামের এক বয়স্ক ইউপি মেম্বার।


সোমবার (২৮ নভেম্বর) এসএসসির ফল প্রকাশের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন কাজীপুর উপজেলার ৪ নম্বর শুভগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মোমিন। ৪৩ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে তিনি জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। তিনি রায়গঞ্জ উপজেলার জি আর মডেল হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আব্দুল মোমিন এ ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত মেম্বার।


আব্দুল মোমিন বলেন, ‘অনেকেই আমাকে বলত আমি জনপ্রতিনিধি হয়ে পড়ালেখা জানি না। তাছাড়া আমিও মনে করি এলাকার লোকজনকে সেবা দিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। তাই আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহর রহমতে ও সবার দোয়ায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ফল প্রকাশের পর সব ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।’


ওই ইউনিয়নের আরেকজন ইউপি সদস্য মোনারুল ইসলাম মাশু বলেন, ‘মোমিন ভাইয়ের ভালো ফলে আমরা সবাই আনন্দিত। ফল প্রকাশের পরই আমাদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেছি।’