
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ২:৩৫

দীর্ঘ দেড় বছর যাবৎ অবৈধভাবে সমাজকল্যাণ ইনস্টিটিউটের সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর পদ জোরপূর্বক ধরে রাখার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, উপ-উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি ইনস্টিটিউট থেকে ডেপুটেশনে রয়েছেন। আর ইনস্টিটিউটের নীতিমালা অনুযায়ীও বর্তমানে তার এ পদে থাকার সুযোগ নেই। যদিও ইনস্টিটিউটের পক্ষ থেকে লিখিতভাবে জানানো সত্ত্বেও দেড় বছরেও পদটি ছাড়ছেন না অধ্যাপক সামাদ। উল্টো ঐ পদের বিপরীতে মাসিক হারে সম্মানি গ্রহণ করছেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব