পিরোজপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে মে ২০২২ ০৬:৩৬ অপরাহ্ন
পিরোজপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পিরোজপুরে পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী।


 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্ধার্থ শংকর হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন, সুব্রত মিত্র, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুলতানা রাজিয়া, বিদায়ী ছাত্রীদের পক্ষে দিনা ইসলাম, অর্পিতা সাহাসহ আরো অনেকে। এসময় বিদায়ী ৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। 


পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়া করে উন্নতির সর্বোচ্চ শিখরে তোমাদের পৌছাতে হবে। আজ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত হয়েছে। করোনার এই সংকটেও তিনি শিশুদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেন। তোমাদের লেখাপড়ার পাশাপাশি তোমাদের সব ক্ষেত্রে অবদান রাখতে হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মা-বাবা তোমাদের প্রকৃত বন্ধু। তাদের প্রতি সম্মান রেখে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের জন্য ভবিষ্যতে তোমাদের অনেক কিছু করতে হবে।