দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) তিন জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত শিক্ষকগন হলেন, বাশঁমুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক এস এম হায়দার আলী, ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল মোতালেব।
সোমবার (২৩ মে) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উৎযাপন কমিটির বিচারক মন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম।
তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উৎযাপন কমিটির বিচারক মন্ডলী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) পর্যায়ে তিন জনকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।