ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ রোধ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ৮ দফা দাবী জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
শনিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি গুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে অভ্যন্তরে মাদক সরবরাহকারী বহিরাগতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা, ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা ছাত্রীদের হয়রানি এবং ইভটিজিং পুরোপুরি নির্মূল করা, ক্যাম্পাসে অস্ত্রধারী বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, ক্যাম্পাসে বহিরাগত দুষ্কৃতকারীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং বেপরোয়া ভাবে বাইক চলাচল নিষিদ্ধ করা, বহিরাগত সন্ত্রাসীদের মদদ দাতাদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্যাম্পাসের আশেপাশের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণে স্থানীয় প্রতিনিধিদের সাথে স্থায়ী সমাধান করা।
এবিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বহিরাগত সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করবে এটা আমরা কোনভাবেই সমর্থন করিনা। আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। গতকাল থেকে ক্যাম্পাস গেটে পুলিশ রাখা হচ্ছে। অফিস টাইম এর পরে যে সময় বহিরাগতরা বেশি প্রবেশ করে সে সময় পুলিশ মোতায়েন করা থাকবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের নামে একটি স্মারকলিপি দিয়ে গেছে। এখন কারা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে, প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী এবং লোকাল লোকজনের সাথে আলাপ করবো। এগুলো হওয়ার পেছনে মাদক একটা কারণ হতে পারে। নৈতিকতার উন্নয়ন ছাড়া এগুলো আটকানো সম্ভব না। এখন পারস্পারিক বোঝাপড়া আর আলোচনা মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।