দেবীদ্বারে ৪ কলেজ ৭ মাদ্রাসায় শতভাগ পাশ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: রবিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন
দেবীদ্বারে ৪ কলেজ ৭ মাদ্রাসায় শতভাগ পাশ

রবিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।


রোববার প্রকাশিত এইচ,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় দেবীদ্বারের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫২৩ জন কৃতকার্য ও ৯৫ জন অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষা  প্রতিষ্ঠানের মধ্যে ৪ কলেজ ও ৭ মাদ্রাসায় শতভাগ পাসসহ ২০০শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫’র কোঠা ছিল শূণ্য।

 

রেকর্ড সংখ্যক পাশে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত অপর দিকে শিক্ষার্থীদের পাশের সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান নিয়ে উৎকন্ঠিত অনেক অভিভাবক। কেননা শিক্ষার গুণগত মান বজায় না থাকার কারনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছিটকে পড়তে হচ্ছে অনেক শিক্ষার্থীর। কর্ম ক্ষেত্রেও একই হাল পরিলক্ষিত হচ্ছে বলে মনে করছেন অনেক অভিভাবক।


ফলাফলে অধিক সংখ্যক অকৃতকার্য দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ'র, এ কলেজে পরীক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য  ৪০জন, দ্বিতীয় স্থানে রয়েছে দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ। এ কলেজে অকৃতকার্য- ২৬ জন।

   

১৪টি কলেজ’র মধ্যে শতভাগ পাশ করা ৪ কলেজ- এলাহাবাদ মহাবিদ্যালয় পরীক্ষার্থী- ২১৭জন (জিপিএ ৫- ৪০জন), মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে পরীক্ষার্থী- ২০৫জন, (জিপিএ ৫- ৩জন), গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে পরীক্ষার্থী ১০৮ জন (জিপিএ ৫- ২জন), গঙ্গামন্ডল মডেল কলেজে পরীক্ষার্থী ৩৩জন (জিপিএ-৫ শূণ্য)। 


অপরদিকে ১৩টি মাদ্রাসায় ৪৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২জন অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছে ৪ টিতে ১৯ জন, বাকী ৯টি মাদ্রাসায় কোন জিপিএ-৫ পায়নি। তবে ৭টি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। এগুলোর মধ্যে,- সৈয়দপুর কামিল মাদ্রাসা ৫৭ জন, জিপিএ ৫- ২ জন, দেবীদ্বার ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসা ৬৪ জন, জিপিএ ৫ - ৬ জন, জয়পুর এম বি বারিয়া ফাজিল মাদ্রাসা- ১৮ জন, জিপিএ-৫ নেই। চরবাকর ডি এস আই আলিম মাদ্রাসায় ৩১ জন জিপিএ-৫ নেই। ফতেহাবাদ পীর সাহেব মাও: ফজলুল হক জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ১২ জন, জিপিএ৫ নেই। পদুয়া ইসলামিয়া মাদ্রাসায় ২৪ জন জিপিএ-৫ নেই।


এদিকে এইচএসসি বি,এম (ভোকেশনাল) ফলাফলে ভূষণা আদর্শ টেকনিক্যাল এন্ড বিজনেন্স ম্যানেজমেন্ট কলেজে ১১০ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১ জন ও জিপিএ- ৫ পেয়েছে ১০ জন এবং জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য- ১জন তবে কোন জিপিএ-৫ প্রাপ্ত নেই।

 

ফলাফল নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ বলেন, ফলাফল সন্তুষজনক তবে ফলাফলের সাথে শিক্ষার গুনগত মান বজায় থাকলে জাতির উন্নয়ন ঘটবে।


উল্লেখ্য, সারাদেশে করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন দেখা দেয়ায় এবছর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে ৩টি বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।