দীর্ঘ ৮ মাস পর সারা দেশের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যথারীতি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে।স্বাস্থ্যবিধি মেনে বিভাগের ১৭৮ টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে।
এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার তালিকায় রয়েছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,এসএসসি পরীক্ষা শুরুর আগে কোন মডেল টেস্টও তারা দিতে পারেনি। ফলে পরীক্ষা নিয়ে অনেকটাই শঙ্কিত।
এবারে তিন সাবজেক্ট হলেও সরকার যে পরীক্ষা নিচ্ছে এতে করে অটো পাশের চেয়ে মেধার মূল্যায়ন হবে বলে অভিভাবকরা মনে করেন। তাই সবমিলিয়ে ভালো ফলাফলেও আশা করছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, স্বাস্থ্য মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য খারাপ দেখা যায় তার জন্য আইসোলেশন রুমের ব্যবস্থাও রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।