বরিশালে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ৬ই নভেম্বর ২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
বরিশালে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

“শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা নিয়ে কোন ব্যবসা নয়” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারিত ফি এর বাহিরে করোনা মহামারির ভিতরেও কলেজ প্রশাসন কর্তৃক বিভিন্ন অযৌক্তিক খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র-ছাত্রীরা।


শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের দাবী পূরণের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।


এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ তানজিলুর রহমান, রাসেদুল ইসলাম আকাশ, ফয়সাল হোসেন, নবীন সিকদার, সৈকত বিশ্বাষ, সুমন ডাকুয়া ও আরিফ মাহমুদ।


এসময় তারা বলেন, তাদের দাবী পূরণ করা না হলে বিএম কলেজে কোন পরিক্ষা হতে দেওয়া হবে না। প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে অচল করে দেয়ার হুমকি দেন।