প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মহান আল্লাহ তায়ালার দরবারে মানুষের দুটি জিনিসই সর্বাধিক মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, আরেকটি হলো নেক আমল। বাহ্যিক চেহারা, চাল-চলন কিংবা বিত্ত-বৈভবের প্রতি আল্লাহ কখনো দৃষ্টিপাত করেন না; বরং তিনি দেখেন মানুষের অন্তরের অবস্থা।
