https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ১৭:৫৬

শেয়ার করুনঃ
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। চলতি বছর প্রথমবারের মতো একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। পুরো কার্যক্রমটি চলবে অনলাইনে। গত ৩১ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে। আর ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক এসএমএম পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধার্য করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।বেশি অর্থ আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে। কোনো অবস্থায় শিক্ষার্থী বা অভিভাবকদের সশরীরে প্রতিষ্ঠানে যেতে হবে না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচিতে একাট্টা শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা

নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচিতে একাট্টা শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারাদেশে শিক্ষার্থীদের 'নো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচি চলছে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয় এ আন্দোলন। ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনও। রাজধানীর একাধিক স্থানে সকাল থেকেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। কেউ কেউ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে, আবার

শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে নোয়াখালী এটিআইয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে নোয়াখালী এটিআইয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ৮ দফা দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় নোয়াখালী এটিআই ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।   শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- কৃষি ডিপ্লোমাধারীদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, উপসহকারী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু

দীর্ঘদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে আজ থেকে প্রায় ৪০ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলে এই ছুটি প্রযোজ্য হবে। শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান  শনিবার (১ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর শুরু হয়। বাসটি সিলেটের উদ্দেশে যাত্রা করে। শিক্ষাসফরের প্রথম গন্তব্য ছিল প্রকৃতি কন্যা জাফলং ও তামাবিল স্থল বন্দর। সেখানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। পরবর্তীতে, সিলেটের