প্রকাশ: ১৭ মে ২০২১, ১৩:২৮
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান রনি দেশসেরা উদ্ভাবক ২০২১ নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন শোকেসিং এ সারাদেশ থেকে ৩ জন শিক্ষা অফিসার এবং ২ জন সহকারী শিক্ষককে দেশসেরা উদ্ভাবক ২০২১ নির্বাচিত করা হয়েছে। তাঁর মধ্যে হাকিমপুর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হন।
গত ২০১৮ সালের জুন মাসে মাসুদুল হাসান হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। তারপর থেকেই উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের চেহারা পাল্টাতে শুরু করে। বিদ্যালয় সুসজ্জিত করণ,( ১৯৪৭ হতে ১৯৭১ সাল পর্যন্ত বিভিন্ন বাংলার ইতিহাস সংবলিত ছবি দ্বারা শ্রেণিকক্ষ সুসজ্জিত) মুক্তিযুদ্ধ গ্যালারী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ, সততা ষ্টোর, নৈতিকতার গ্যালারী, শিশু শ্রেণিতে টাইলস, পতাকা বেদিতে টাইলস, শহীদ মিনার নির্মান, শিশু পার্ক নির্মান, করোনা কালীন শিশুদের ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, বিজ্ঞান উপকরণ সরবরাহ, বিদ্যালয়গুলোতে সিসি ক্যামেরা চালু, করোনাকালিন শিশুদের পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠার জন্য অনলাইনে ক্লাস নেওয়া এবং সেই ক্লাসগুলো ডাউনলোড করে শিশুদের পেনড্রাইভে বিতরণ করার ব্যবস্থা করাসহ শিক্ষাবান্ধব সরকারের প্রতিটি শিক্ষা ভিক্তিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভুমিকা পালন করে আসছিলেন।
উল্লেখ্য তিনি ২০২০ সালেও কন্যা শিশু সুরক্ষা সেল নামে একটা ইনোভেশন নিয়ে কাজ করে দেশসেরা হয়েছিলেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১