প্রকাশ: ২৮ মে ২০২০, ১৮:৫৬
দেশের সোনার বাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এ নিয়ে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ধার্য হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে প্রায় ৩০.৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় ২৫.৯৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রোববার
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবারও ব্যাপক রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা–৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা প্রথম প্রজ্ঞাপনে ৪৫৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়। অপর প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সরকার নতুন করে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ আপডেট অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের এ অঙ্ক পাওয়া গেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব