প্রকাশ: ২৮ মে ২০২০, ১৮:৫৬
দেশের বাজারে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট প্রচলনে আসছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে ছাড়া হবে এই নোট, যা ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ। এর আগে ১ হাজার, ১শ, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে ছাড়লেও এবার প্রথমবারের মতো ৫০০ টাকার নোট যুক্ত
দেশের ব্যাংক খাতে অতিরিক্ত খেলাপি ঋণের চাপ এতটাই গভীর আকার ধারণ করেছে যে, এই অবস্থা থেকে পুরোপুরি উত্তরণে অন্তত আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫–এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কঠোর বাস্তবতা তুলে ধরেন। গভর্নর বলেন, বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের এক–তৃতীয়াংশের
বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে দীর্ঘ সময় ধরে সাফল্য দেখালেও সাম্প্রতিক বছরগুলোতে এই অগ্রগতির গতি দৃশ্যমানভাবে কমে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ শীর্ষক সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে দারিদ্র্য হ্রাসের প্রবণতা ধীর হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কম অন্তর্ভুক্তিমূলক হয়ে পড়েছে। ফলে প্রবৃদ্ধির সুফল বেশি পাচ্ছেন ধনী জনগোষ্ঠী; আয় বৈষম্য বাড়ছে, কমছে দরিদ্র মানুষের সম্ভাবনা। প্রতিবেদনে
আগামী ডিসেম্বর মাস থেকে পাকিস্তানের মাহান এয়ার করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তার মতে, এই সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বাণিজ্য, ব্যবসায়িক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার জানান,
শীতের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার ভরপুর মৌসুমি সবজিতে। তবে গত সপ্তাহের তুলনায় দাম না বাড়লেও এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডির রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সারাদেশের অন্যান্য বাজারেও একই পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও অনেক পণ্যই এখনও ৮০–১০০