ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি চক্র : ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ০৬:৪২ অপরাহ্ন
ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি চক্র : ডা. তাহের

কুমিল্লার মনোহরগঞ্জে দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একটি চক্র। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রদের ভূমিকা অস্বীকার করা যাবে না।  


তিনি আরও বলেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় কখনোই আন্তরিক ছিল না। আওয়ামী লীগের আসল দেশ ভারত, তাদের এই ভূমিকা দেশের জনগণ বুঝে গেছে। দেশের সম্পদ লুটপাট করে ভারতে আশ্রয় নেওয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।  


সম্মেলনে তিনি জরুরি সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা মেনে নেওয়া হবে না। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।  


উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব।  


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা সেক্রেটারি ও মনোনীত সংসদ প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়া মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।  


সম্মেলন উপলক্ষে দলীয় কর্মীদের ঢল নামে। পুরো অনুষ্ঠানস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতারা জানান, এই কর্মী সম্মেলন দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।  


উপস্থিত নেতারা ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে কর্মীদের অনুপ্রাণিত করেন। তারা বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের কর্মসূচি দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে।  


এই কর্মী সম্মেলন মনোহরগঞ্জে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতারা আশাবাদী, এই সম্মেলনের মাধ্যমে দল আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।