ডলার সংকটের মধ্যেই ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে প্রবাসী আয়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ৬৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৪৩ লাখ ডলার বা প্রায় ৬৮৮ কোটি টাকার বেশি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় ১৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
এর আগে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৩১ লাখ ডলারের বেশি। আগের মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নানানভাবে উৎসাহিত করা হচ্ছে, প্রণোদনাও বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈধপথে রেমিট্যান্স আসা বাড়তে শুরু করেছে। সামনে দুটি ধর্মীয় উৎসব (ঈদুল ফিতর ও ঈদুল আজহা)। এই দুটি উৎসব ঘিরে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।