সীমান্ত অপরাধ রোধে ধামইরহাটে বিজিবি’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৩ অপরাহ্ন
সীমান্ত অপরাধ রোধে ধামইরহাটে বিজিবি’র মতবিনিময়

নওগাঁর ধামইরহাট উপজেলার সাতানা ফুটবল মাঠে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পতœীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির আয়োজনে ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন পিবিজিএম। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ভূমিকা নিয়ে আলোচনা করেন।


বিজিবি ১৪ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সভায় বক্তব্য রাখেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালুপাড়া কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, সাজেদুর রহমান এবং মোসা. রেবেকা পারভীন প্রমুখ সভায় বক্তব্য দেন।


সভায় জানানো হয়, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতার আহ্বান জানানো হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ সীমান্ত অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বক্তারা মত প্রকাশ করেন।


ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত সাতানা ও কালুপাড়া গ্রামের বাসিন্দারা বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানান। সভায় বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।