পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পায়রা বন্দর নির্মাণ করেছেন। এ বন্দর বর্তমানে স্বয়ং সম্পূর্ণতায় রূপ নিচ্ছে। ইতিমধ্যে বিদেশি মাদার ভেসেল এ বন্দরে আসতে শুরু করেছে । এ বন্দরকে ঘিরে কলাপাড়া আজ উন্নয়নের মহাসড়ক। পাল্টে যাচ্ছে মানুষের জীবনযাত্রা।
সোমবার রাত ৮ টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পায়রা বন্দরের প্রকৌশল ও উন্নয়ন কমোডর রাজিব ত্রিপুরা, পায়রা বন্দরের প্রকল্প পরিচালক (ডি আইএসএফ) ক্যাপ্টেন এম মুনিুজ্জামান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।