লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকেলে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৬০ গজ এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপনের কাজ শুরু করে। এ সময় বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) আওতাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফের করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় বেড়া ও লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করেছিল। বিজিবির টহল দল বাধা দিলে প্রথমে বিএসএফ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে তারা সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সরিয়ে যায়।
বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির উপস্থিতি ও তৎপরতায় সীমান্ত এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। স্থানীয় জনগণ বিজিবির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে বিজিবি তাদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।