বৈশ্বিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে যাচ্ছে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২২শে এপ্রিল ২০২৩ ০৭:৪৯ অপরাহ্ন
বৈশ্বিক প্রবৃদ্ধিতে  বাংলাদেশ বড় ভূমিকা রাখতে যাচ্ছে: আইএমএফ

আগামী ৫ বছরে যুক্তরাজ্য-ফ্রান্সের মতো উন্নত ও ধনী দেশের চেয়ে বৈশ্বিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। 


চলতি মাসে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আইএমএফ প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 


এতে বলা হয়, ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় ৭৫ ভাগ আসবে চীন, ভারতসহ ২০ দেশ থেকে। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশও। 


প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়ে বেশি অবদান রাখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশটি। পূর্বাভাস বলছে, ২০২৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ ১ দশমিক ৬ শতাংশ অবদান রাখবে। আর সেখানে ফ্রান্স ও যুক্তরাজ্যের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ। 


৫ বছরে গোটা বিশ্বের প্রবৃদ্ধি বাড়বে ৩ শতাংশ।