
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ১৮:৩২

ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করেছে বলে অপপ্রচার চালিয়ে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- লায়ন মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এমআই তনয়। মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার কাওলার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামক অনুমোদনহীন সংগঠনের নামে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করে।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার-বিন-কাশেম জানান, সজীব ওয়াজেদ জয় পরিষদ নামক সংগঠনটি দীর্ঘদিন ধরে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব