রূপান্তরের আওতায় আশ্বাস প্রকল্পের আওতায় স্কুল পর্যায়ে ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা এবং সাতক্ষীরা জেলার CTIPs দের আয়োজনে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও ভিডিও ডকুমেন্ট প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিত সরকার ও অন্যান্য শিক্ষক মন্ডলী। এসময় রুপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্বাস প্রকল্পের খুলনা ক্লাষ্টারের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ, সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।