নলছিটিতে ১০ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ০৪:২৮ অপরাহ্ন
নলছিটিতে ১০ হাজার মিটার জাল জব্দ

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ ভেসাল জাল জব্দ করা হয়েছে। এসময় একজনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলার তালতলা ও শিমুলতলা  এলাকায় অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা   করেন নলছিটি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। 


উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা জানান, দেশি প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে উন্মুক্ত জলাশয়ের বিভিন্ন খাল থেকে ১০ হাজার মিটার অবৈধ ভেসাল জাল জব্দ করা হয়। পরে সেগুলো  উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।