বরিশালে পুলিশ সদস্যকে মারধর করে এজাহার ভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার এসআই জয়ন্ত দাস বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের ডিসিঘাটের কীর্তনখোলা নদী তীরের একটি রেস্তোরাঁ থেকে এক আসামিকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত। এ সময় সেখানে উপস্থিত বেশ কয়েকজন জয়ন্তকে ঘিরে ফেলে এবং হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয়। এ ঘটনায় দীর্ঘ সময় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।