হিলি সীমান্তে স্বর্ণ পাচারকালে আটক-১

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার ২২শে অক্টোবর ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ন
হিলি সীমান্তে স্বর্ণ পাচারকালে আটক-১

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নজু (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।



হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, আটককৃত নজরুল ইসলাম রায়ভাগ গ্রামের আতাবুদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে হিলির রায়বাগ সীমান্তের ২৮৬/১৪ সাব পিলারের কাছে বিজিবি'র একটি টহল দল অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেখানেই মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের উইং সেটের ভেতর থেকে ৪শ ৬৬ গ্রাম ওজনের ৪ পিস স্বর্ণের বার উদ্ধার হয়।


তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলের সিজার মূল্য ৩০ লাখ টাকা।