শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে অভিভাবকদের নিয়ে রোববার দুপুরে শহরের চুবড়া এলাকায় মাদ্রাসা মিলনায়তনে সমাবেশ করেছে তারবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা মৌলভীবাজার।
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহ মিসবাহ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার নুরুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মাশহুদ আলম।
সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক মাওলানা শাহ মিসবাহ সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক বেশি।
যথাসময়ে শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পাঠানো ও হোমওয়ার্ক বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন। এসময় তিনি আগামী রমজান মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রমেে মাদরাসার শিক্ষার্থীদের ভর্তির অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।