ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে দ্রব্যমূল্যের দাম কমেনি : হেলালুজ্জামান তালুকদার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০১ অপরাহ্ন
ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে দ্রব্যমূল্যের দাম কমেনি : হেলালুজ্জামান তালুকদার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে দ্রব্যমূল্যের দাম কমেনি। আজ এই সরকারের কাছে আমরা কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো নিয়ে সজাগ থাকতে হবে, রাস্তা ঘাটে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমরা বেশি দাম দিয়ে দ্রব্যমূল্য কিনতে চাই চাইনা। আমরা প্রতিদিনই দেখছি দেশে খুন, চুরি, ধর্ষণ, ডাকাতি চলছে, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে দুরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে এই সরকার প্রধান ওই দূর্ণীতিবাজ পরিবারের সবাইকে আইনের আওতায় আনতে হবে।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, গত ৫ আগস্টের আগে সংস্কার করতে চেয়েছিল বিএনপি। সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বলেছেন। পতিত সরকারের কোন নেতা যদি নতুন দলে যোগ দেয় তাহলে বিএনপি তাদের ছাড় দেবে না। যদি আবার স্বেরাচার গোষ্টি মাঠে নামতে চায়, তাদেরকে এদেশ থেকে বিদায় করা হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষকে ভালো বাসতে হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উপর মানুষ যেন আস্থা না হারায়। আজ যেমন এক সাথে সমাবেশ করছেন এ ভাবে থাকতে হবে। দেশে অনির্বাচিত সরকারের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। এ কারণে দ্রুত সুষ্টু নির্বাচন দিতে হবে। রাজবাড়ীবাসী দু’টি আসন ধানের শীষের জন্য উপহার দিবেন।


জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ হারুন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি  রুমিন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. কেএ বারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমুখ।


প্রধান বক্তা হিসেবে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, রাজবাড়ী বিএনপিতে কোন ভেদাভেদ নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে দ্রব্যমূল্যের দাম কমেনি, দুর্ণীতি বন্ধ হয়নি, ধর্ষণ, ডাকাতি হচ্ছে। ইউনুস সাহেব কোন সংস্কার করতে পারেন নাই। যদি নতুন বাংলাদেশ বির্নিমান করতে হয়, তাহলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এদেশের জনগণ একবেলা ঠিক মতো খেতে পারে না, আর শেখ হাসিনার মন্ত্রী, এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া- পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু হবে। সুষ্টু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এ জন্য আমরা মাঠে থাকবো।


অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু ও আকমল হোসেন।