যমুনা সার কারখানায় ১৩ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫

শেয়ার করুনঃ
যমুনা সার কারখানায় ১৩ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (যমুনা সার কারখানা) আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানা বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন একটি অত্যাধুনিক সার কারখানা। কারখানাটি দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম। তবে, গ্যাস সরবরাহ সংকটের কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।

দীর্ঘ এই বন্ধের ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়, কারণ ইউরিয়া সারের সংকট তাদের কৃষিকাজে বাধা সৃষ্টি করছিল। বিশেষ করে, বোরো ও আমন ধানের মৌসুমে পর্যাপ্ত সার সরবরাহ না পাওয়ায় কৃষকদের উচ্চমূল্যে সার কিনতে হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে, পুরো উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের চাপ পর্যাপ্ত না থাকায় ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

দীর্ঘদিন বন্ধ থাকার পর সার উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা আশা করছেন, এখন থেকে তারা পর্যাপ্ত পরিমাণ সার পাবেন এবং ফসলের উৎপাদন ব্যাহত হবে না।

এক স্থানীয় কৃষক বলেন, "সারের সংকট আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছিল। এখন কারখানাটি চালু হওয়ায় আমরা আশা করছি, সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাবো।"

যমুনা সার কারখানার উৎপাদন শুরু হওয়ায় শুধু কৃষি খাতই নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারকে বিদেশ থেকে সার আমদানি করতে হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। স্থানীয়ভাবে উৎপাদন শুরু হলে আমদানির প্রয়োজন কমবে, ফলে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।

তবে, কারখানার স্বাভাবিক উৎপাদন নিশ্চিত করতে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যমুনা সার কারখানার মতো গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংকট যেন আর না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক, অস্ত্র উদ্ধার

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক, অস্ত্র উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামের দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে আরও ৭-৮ জন সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয়

কুয়াকাটায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

কুয়াকাটায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশ বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রায়হান (৩১) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কুয়াকাটা আবাসিক হোটেল মারমেইড প্যালেস-সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নুর আলম হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায়

পদ্মা নদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পাশে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর তীরে এক মানসিক ভারসাম্যহীন পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত ব্যক্তি দীর্ঘক্ষণ নদীর তীরবর্তী এলাকায় অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখা যায়। পরে নড়াচড়া না করায় স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে নৌ পুলিশকে খবর দেন। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্বসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে

দেবীদ্বারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু হাফেজের

দেবীদ্বারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু হাফেজের

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু হাফেজ। নিহত শিশুটি তার মায়ের হাত ধরে খালার বাড়ি যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। সকাল সাড়ে ৯টার দিকে মা কুলসুম বেগমের সঙ্গে মুরাদনগরের

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের এই প্রচারযাত্রা শুরু হয়। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন