গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও ভাতা আজীবন প্রদানের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও ভাতা আজীবন প্রদানের পরিকল্পনা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  


ফারুক-ই আজম বলেন, ‘গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারগুলোর প্রতি সরকার অত্যন্ত সহানুভূতিশীল। তারা যাতে যথাযথ সহায়তা পান, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।’ তিনি আরও জানান, শহীদদের তালিকা ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকা ক্যাটাগরি অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যেই তালিকা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  


সরকারি উদ্যোগের মধ্যে চিকিৎসা সুবিধা ছাড়াও আহতদের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা এবং পুনর্বাসন পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে, যাতে আহতরা দীর্ঘমেয়াদী সহায়তা পান এবং চিকিৎসা সেবা অব্যাহত থাকে।  


বৈঠকে অংশ নেওয়া অন্যান্য উপদেষ্টারা বলেন, আহতদের যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সহায়তা পায়।  


বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘এ ধরনের সংকট মোকাবিলায় সরকার নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে, যাতে ভবিষ্যতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে কোনো জটিলতা না থাকে।’  


স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, আহতদের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা দেওয়া হবে এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ কমিটি কাজ করবে।  


বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আহতদের পুনর্বাসনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।’  


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, ‘সরকার সব কিছু বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেবে।’ আহতদের তালিকা চূড়ান্ত করার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।