টেকনাফে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক থাকা মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব- ১৫)।
১৩ মার্চ সোমবার গোপন সংবাদে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার সাবরাংয়ের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি হচ্ছে- ওই এলাকার কবির আহমেদের পুত্র।
র্যাব-১৫ সুত্র জানায়, টেকনাফ র্যাব- ১৫ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকায় অভিযানে যায়। এসময় দীর্ঘ ৮ বছর ধরে পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসমাইল গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল (৪৫) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৪৭(১১)১৪, জিআর নং-৬৭৮/১৪, প্রসেস নং-৪৮২৩/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।