সুনামগঞ্জ সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে ৩২ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার বিদেশি মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবি সিলেট সেক্টরের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।  


বিজিবি সূত্র জানিয়েছে, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপিসহ সীমান্তের বিভিন্ন বিওপির টহল দল রবিবার ভোর থেকে অভিযান চালায়। এ সময় ৩৫৭ বোতল বিদেশি মদ, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৫টি গবাদিপশু, ১ হাজার কেজি জ্বালানি কয়লা, ৩০০ কেজি কমলা, ৪২২৭ কেজি চিনি, ৩৫০ কেজি ফুসকা এবং একটি পিকআপ জব্দ করা হয়।  


অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবি সদস্যরা প্রতিনিয়ত নজরদারি বৃদ্ধি করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  


জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। এসব পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।  


স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালানের কার্যক্রম চললেও সাম্প্রতিক সময়ে বিজিবির অভিযানের কারণে চোরাচালান কমে এসেছে। তবে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।  


বিজিবির এই অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সফলতা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রগুলোকে ধরতে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবি আরও তৎপর হবে বলে আশা করছেন সবাই।