
প্রকাশ: ২ অক্টোবর ২০১৯, ০:৩০

সীমান্ত হত্যার ধরন বদলেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আগে বিএসএফ গুলি করে মারত। এখন আমাদের লোকজন চুরি করতে গিয়ে মারা যাচ্ছেন। বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে সীমান্ত হত্যা উল্লেখজনক হারে কমেছে জানিয়ে ড. মোমেন বলেন, এখন হাতেগোনা কয়েকজন মারা যাচ্ছেন। এটা উন্নতি করে জিরোর কোঠায় আনতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চারদিনের সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে এ সফর হলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন শেখ হাসিনা। ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব